আগামী জানুয়ারিতে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

তিনি বলেন, “এ বছরই কার্যাদেশ দেওয়া হবে। সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৩ সালে।”

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে, শরীয়তপুরের জাজিরার নাওডোবা পয়েন্টে এবং পদ্মা নদীর মধ্যস্থলে পদ্মা সেতু নির্মাণ এলাকায় সেতুতে ভূকম্পন সহনীয় মাত্রা পরীক্ষার জন্য পরিচালিত ভূতাত্বিক জরিপ কার্যক্রম পরিদর্শকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সেতু নির্মাণের জন্য অর্থায়নের কোনো সমস্যা নেই। দাতা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তার আশ্বাস পাওয়া গেছে।

এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পদ্মা সেতু প্রকল্প পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, পুলিশ সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম প্রমুখ।