বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে জার্মানি সেমিফাইনালে উঠেছে।এর মধ্যদিয়ে গতবারের মতো এবারো জার্মানির সাথে হেরে গেলো আর্জেন্টিনা কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে শনিবার খেলার তিন মিনিটে গোলটি করেন টমাস মুলার। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন মিরোস্লাভ ক্লোসা। তৃতীয় গোলটি করেন আর্নে ফ্রেডরিখ, ৭৩ মিনিটে। মূলত জার্মানির গতির মুখে এলোমেলো হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ। আর এরই সুযোগ নেন মুলার।

ঠান্ডা এবং জ্বরের ধকল কাটিয়ে উঠেছেন লিওনেল মেসি। মাঠেও নেমেছেন আর্জেন্টিনার হয়ে। দলে আরো রয়েছেন বর্ষীয়ান সেবাস্তিয়ান ভেরন এবং জোনাস গুত্তিয়েরেজ। এদিকে জার্মান দলে কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় রাউন্ডে তাদের যে দলটি ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল, কোচ জোয়াকিম লো সেই দলকেই মাঠে নামিয়েছেন। এই খেলায় জার্মানির হয়ে শততম ম্যাচ খেলছেন আক্রমণভাগের তারকা মিরোস্লাভ ক্লোসা।