এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামে শুক্রবার দু’দলের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে এবং ব্যাপক লাঠিপেটা করেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ জানান, উপজেলার ইছাপুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন ও সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুলের বিরোধ দীর্ঘদিনের। গত মঙ্গলবার এই দু’গ্র”পের মধ্যে সংঘর্ষ হয়।

এর জেরে বিকাল ৪টার স্থানীয় আড়িয়ল বাজারে আক্তার গ্র”পের মাহফুজ মিয়া ও বকুল গ্র”পের শাজাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্র”পের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে আড়িয়ল বাজারে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে পাশের আড়িয়ল, কুতুবপুর, ফুলবাড়িয়া, ধীতপুর, খাদুরাইল ও ইছাপুরা গ্রামের কয়েক হাজার লোক সংঘর্ষে লিপ্ত হয়।

প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, এ সময় আড়িয়ল বাজারের কমপক্ষে ২০টি দোকানে ভাংচুর ও লুটপাট চলে।

পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাঙ্গা পুলিশ এসে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।