দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২৫ জন শিক্ষক। গতকাল সোমবার এক বিবৃতিতে তারা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাকস্বাধীনতা তথা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নগ্নভাবে হামলা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চ্যানেল ওয়ানের সম্প্রচার এবং জনপ্রিয় ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তের উপর আদালতের স্থপিতাদেশ থাকা সত্ত্বেও ‘আমার দেশ’ পত্রিকা পুন:প্রকাশের ক্ষেত্রে নানাভাবে বাধা দেয়া হচ্ছে এবং সংবাদ কর্মীদের ওপর হয়রানিমূলক আচরণ করা হচ্ছে। আমরা এ ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেবলমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং মিথ্যে মামলায় জড়িয়ে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। আমরা প্রকৌশলী মাহমুদুর রহমানের জীবনের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সাথে সরকারকে অসহিষ্ণু এবং ফ্যাসিবাদী আচরণ ত্যাগ করে গণতান্ত্রিক আচরণ করার জন্য আহবান জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন, অধ্যাপক ড. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. আব্দুর রশীদ, অধ্যাপক ড. আব্দুস সাত্তার, অধ্যাপক তাহমিনা আকতার, অধ্যাপক হোসনে আরা বেগম, কাজী মাহফুজুল হক সুপন, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপক ড. সাঈদ উর রহমান, অধ্যাপক আলী আহসান, অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, অধ্যাপক ড. আববাস আলী খান, অধ্যাপক ড. আবুল বাশার, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. শাহনাজ হক হুসেন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত, লুৎফর রহমান, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক ড. লায়লা নুর ইসলাম, অধ্যাপক ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, অধ্যাপক ড. এএফএম ইউসুফ হায়দার, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, নুরুন্নাহার ফয়জের নেছা, ড. নেভিন ফরিদা, গোলাম গাউস আল-কাদরী, আহমেদ বশির, আবুল কালাম সরকার, মুহাম্মদ গোলাম রববানী, রশিদ আহমদ, মোঃ ইস্রাফিল, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, অধ্যাপক ড. এজেডএম ইফতিখার উল আউয়াল, এমএ কাউসার, অধ্যাপক ড. একিউ ফজলুল ওয়াহিদ, অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার, আবুল খায়ের ইউনুস, গোলাম আজম, মোহাম্মদ দাউদ খান, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল বাকী, অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর লতিফ, অধ্যাপক ড. মুহাম্মদ শফিক আহমেদ, অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুর রহমান, ড. মুহাম্মদ শামছুল আলম, ড. ছানাউল্লাহ, ড. আখতারুজ্জামান, ড. মুহাম্মদ মুছলেহ উদ্দিন, ইউসুফ, হাফিজ মুজতবা আহমদ, মুহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক মাহফুজুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক হোসেন ভূইয়া, ছিদ্দিকুর রহমান, আতাউর রহমান, মিসেস নুসরাত ফাতেমা, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ওমর ফারুক, সাইফুল্লাহ, ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, কাজী মোস্তাক গাউসুল হক, ড. সাইফুল ইসলাম, মুহাম্মদ আসাদুজ্জামান, আবু সায়েম ইলিয়াছ, আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, অধ্যাপক ড. আ স ম আব্দুল্লাহ, অধ্যাপক ড. এবিএম ফখরুদ্দিন, ড. আব্দুল কাদির, মোহাম্মদ শহীদুল ইসলাম, ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, মুহাম্মদ রুহুল আমীন, মুহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
//