কিশোরগঞ্জের ভৈরবে আটক ভারতের বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফার নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে অস্ত্র আইনের একটি মামলায় গতকাল সোমবার কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে রিমান্ড বা জামিনের কোনো আবেদন না থাকায় বিচারিক হাকিম মো. আলী আহসান আগামী ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, গত ১৭ জুলাই ভোরে ভৈরবের লক্ষ্মীপুর গ্রামের আবেদীন হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অস্ত্র, বিস্ফোরকসহ মেজর রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাককে গ্রেপ্তার করে র‌্যাব-৯-এর একটি দল। এ ঘটনায় র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. করিমুল্লাহ বাদী হয়ে ভৈরব থানায় চারটি মামলা করেন।