কাল বুধবার পবিত্র ঈদুল আজহা। আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ আর আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে মুসলমানদের কাছে আবার ফিরে এসেছে এই দিনটি। এই উপলক্ষে কিশোরগঞ্জে জমে উঠেছে মার্কেট গুলো এবং শোলাকিয়া পশুর হাট ও শহরের বাইরেও জমে উঠেছে অনেক পশুর হাট প্রতিদিন কিশোরগঞ্জ থেকে নানান মানুষ পশু কেনার জন্য শহরেরে বাইরে যাচ্ছে ।সন্ধ্যার পরে শহরের গৌ্রাঙ্গ বাজার তেরি পট্টি মার্কেটে জমে উঠেছে মানুষের ভিরে নানান বয়সের মানুষ তাদের ঈদের কেনা কাটায় ব্যস্ত ।বরাবরের মত এবারও কিশোরগঞ্জের ঐতিহ্য বাহি শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পরতে ভিড় জমায় ঈদের দিন সকালে ।আর সকাল বিকালে দেখা যায় ।নিউ টাউন,বয়লা,পুরান থানা,উকিল পারা,খরম পট্টি,আখড়া বাজার,গাইটাল ও শহরের আরও এলাকার সামনে দিয়ে কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে বাবা আর ছেলে তাদের খুশির আর শেষ নেই কেউ কেউ আবার গরুর জন্য মালা কিনে নিচ্ছে এবং তারা হৈ হোল্লরের মাধ্যমে তা জানিয়ে দিচ্ছে সবাইকে ।এই মজা শুধু একবারেই  আসে এই ঈদে ।আরেকটা কথা না বললে নয় যে কিশোরগঞ্জে ছেলেরা মটর সাইকেল (বাইক) এমন ভাবে চালায় যে বলার মত না গত দুই দিন আগে শহরের একরামপুর এলাকায় বাইক আর ট্রাকের সংর্ঘসে ইয়াসিন নামের একটি ছেলে মারা যায় ।এমন মৃত্যু যেন আমাদের আর না দেখতে হয় ।তাই আমাদের এমন ভাবে চালানো উচিত যাতে করে দূঘটনার সম্মুখীন না হই কিশোরগঞ্জের রাস্তা এতই খারাপ যে আমরা এই খারাপ রাস্তার মধ্যে রেইস দেই এটা করা একদম উচিত নয় ।
আমরা সবাই কিশোরগঞ্জ বাসির সুন্দর ঈদ কামনা করি ।