সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ সদস্যের বিরুদ্ধে গঠন করেছে কিশোরগঞ্জের একটি আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।
অভিযুক্তরা হলেন- রহমান মাসুদ (৩৪), হুমায়ুন কবীর (২৮), আরিফুল ইসলাম আরিফ (২৫), কামাল হোসেন (২৫) ও মোজাহিদ (১৬)।

চলতি বছরের ১৮ মে ভৈরব ক্যাম্পের র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট থেকে প্রথমে মাসুদকে গ্রেপ্তার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই দিনই কটিয়াদি উপজেলার দড়িচারিয়াকোনা গ্রাম থেকে হুমায়ুন, আরিফ, কামাল ও মোজাহিদক গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. ইলিয়াছ ভূঁইয়া ভৈরব থানায় একটি মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা গোপনে জেলার বিভিন্ন স্থানে কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম