কিশোরগঞ্জের ভৈরবে মন্দিরের সেবায়েত কালিপদ চক্রবর্তী (৩৫) খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দু’জন দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভৈরব পৌর শহরের কাঠ বাজার এলাকায় তিনি খুন হন। এই ঘটনার মূল অভিযুক্ত ভৈরব পৌর শহরের ভৈরবপুর দৰিণ পাড়ার বান্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর শহরের কালিমন্দিরের সেবায়েত কালিপদ চক্রবর্তী ঐ সময় কাঠ বাজারে বসে ছিলেন। সন্ত্রাসী বান্টি এক সহযোগীকে নিয়ে সেখানে তার সাথে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে ছুরিকাঘাত করে চলে যায়। উপসি’ত লোকজন হাসপাতালে নিয়ে যাবার আগেই কালিপদের মৃত্যু হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, নিহতের পরিবারের পৰ থেকে জানানো হয়েছে, বান্টি নামে এক যুবক কালিপদ চক্রবর্তীকে ছুরিকাঘাত করেছে। বান্টি ভৈরব বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাবার সময় রাতে তাকে গ্রেপ্তার করি। খুনের আলামত হিসাবে রক্তমাখা গায়ের জামা জব্দ করা হয়েছে।