বাংলা একাডেমীর ফেলোশিপে ভূষিত হওয়ায় লেখক-কলামিস্ট কমান্ডার (অব.) আবদুর রউফকে কিশোরগঞ্জের ভৈরবে সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা উদ্যাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন ভাষাবিজ্ঞানী ও গবেষক হায়াৎ মামুদ। কমান্ডার (অব.) আবদুর রউফ সংবর্ধনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাইলফলক হিসেবে কাজ করেছে। কমান্ডার আবদুর রউফ ছিলেন এ মামলার অন্যতম অভিযুক্ত। আজন্ম প্রগতিশীল চিন্তা-চেতনার এই মানুষটি রাজনীতি, লেখা আর কর্ম দিয়ে দেশের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর কাছ থেকে জাতির আরও অনেক কিছু পাওয়ার আছে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক ফরহাদ মজহার, প্রত্নতত্ত্ব গবেষক হাবিবুল্লাহ পাঠান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম, সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছ, নাট্যকার গীতালি হাসান, শিশু সংগঠক শরীফ আহমেদ, শরীফ হোসেন প্রমুখ। এর আগে ভৈরবের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আবদুর রউফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।